Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

জাপানের হোনজো ফাউন্ডেশন স্কলারশিপ, আবেদন শেষ ৩১ অক্টোবর ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২১

জাপানের হোনজো ফাউন্ডেশন স্কলারশিপ, আবেদন শেষ ৩১ অক্টোবর ২০২৫

জাপানের হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার জন্য ফুলফান্ডেড স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স মাস্টার্সের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর হতে হবে। 

আবেদনকারীর লক্ষ্য থাকতে হবে এপ্রিল ২০২৬ এ জাপানে ভর্তি হওয়া এবং নিজ দেশে ফিরে উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি। গবেষণাভিত্তিক প্রায় সব বিষয়ে আবেদন করা যাবে, তবে প্রফেশনাল গ্র্যাজুয়েট স্কুলে পড়তে চাইলে গবেষণা পরিকল্পনা জমা দিতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ১৮ হাজার থেকে ২ লাখ ৩০ হাজার জাপানি ইয়েন পর্যন্ত ভাতা, ফুল ফ্রি টিউশন ফি, ট্রাভেল ভাতাসহ অন্যান্য আর্থিক সহায়তা পাবেন। 

এই প্রোগ্রামে আবেদন করতে হলে অনলাইনে ফর্ম পূরণ করে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব, ভর্তি চিঠি, সুপারিশপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং গবেষণা পরিকল্পনা নিয়ে ২ মিনিটের ভিডিও জমা দিতে হবে। আবেদনকারীদের জাপানি ভাষায় দৈনন্দিন কথোপকথনের সক্ষমতা থাকতে হবে। কারণ ফাইনাল সাক্ষাৎকার টোকিওতে সরাসরি বা অনলাইনে জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই শেষে শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫। আরো বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন, https://www.opportunitiescircle.com/honjo-foundation-scholarship-in-japan/?utm_source=larapush&utm_medium=notification&utm_campaign=691  

Logo