স্পাউস ভিসায় কানাডায় ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০

কানাডায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধ জীবনসঙ্গীরা এখন নির্দিষ্ট শর্ত পূরণ করলে ওপেন ওয়ার্ক পারমিট (OWP) পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই পারমিটের মাধ্যমে তারা কানাডায় যে কোনো বৈধ নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন, যা পরিবারে আর্থিক সহায়তা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।
যদি আপনি কোনো আন্তর্জাতিক শিক্ষার্থীর বৈধ স্ত্রী বা স্বীকৃত কমন-ল’ পার্টনার হন, তাহলে আপনি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। তবে শিক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট কিছু প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। যেমন:
- ১৬ মাস বা তার বেশি সময়ের মাস্টার্স প্রোগ্রাম
- ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রাম
পেশাগত ডিগ্রি যেমন:
- ডেন্টাল সার্জারি (DDS, DMD)
- আইন (LLB, JD, BCL)
- মেডিসিন (MD)
- অপ্টোমেট্রি (OD)
- ফার্মেসি (PharmD, BS, BSc, BPharm)
- ভেটেরিনারি মেডিসিন (DVM)
- নার্সিং (BScN, BSN, BNSc, BN)
- শিক্ষা (BEd)
- ইঞ্জিনিয়ারিং (BEng, BE, BASc)
যদি আপনি বৈধভাবে বিবাহিত না হন, তবে কমন-ল’ পার্টনার হিসেবে যোগ্য হতে হলে আপনাদের অন্তত ১২ মাস ধরে একসঙ্গে বসবাস করতে হবে এবং সম্পর্কটি গঠনমূলক ও স্থায়ী হতে হবে।
এই পারমিটের মেয়াদ শিক্ষার্থীর স্টাডি পারমিটের মেয়াদের সমান হবে। শিক্ষার্থী যদি তার শেষ সেমিস্টারে থাকে, তাহলে জীবনসঙ্গীর ওয়ার্ক পারমিট নবায়নযোগ্য নয়।
আবেদন করতে হলে জীবনসঙ্গীকে প্রমাণ দিতে হবে যে শিক্ষার্থী একটি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে (DLI) ভর্তি এবং উপরের তালিকাভুক্ত প্রোগ্রামে পড়ছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে থাকবে:
- শিক্ষার্থীর স্টাডি পারমিটের কপি
- ভর্তি চিঠি বা প্রমাণপত্র
- সম্পর্কের প্রমাণ (বিবাহ সনদ, কমন-ল’ সম্পর্কের বিবরণ)
আবেদনকারীকে অবশ্যই কানাডায় স্বাস্থ্যগত ও নিরাপত্তাগত দিক থেকে গ্রহণযোগ্য হতে হবে। অর্থাৎ, কোনো গুরুতর অপরাধ বা স্বাস্থ্য ঝুঁকি থাকলে আবেদন বাতিল হতে পারে।
কিছু প্রদেশে নির্দিষ্ট পেশাগত পুনঃপ্রশিক্ষণ বা ব্রিজিং প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জীবনসঙ্গীরাও ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য হতে পারেন। যেমন:
- ব্রিটিশ কলাম্বিয়ায় মিডওয়াইফ ব্রিজিং প্রোগ্রাম
- অন্টারিওতে সুপারভাইজড প্র্যাকটিস এক্সপেরিয়েন্স
- কুইবেকে বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত নার্স বা মেডিকেল টেকনিশিয়ানদের জন্য বিশেষ প্রকল্প
এই নিয়মগুলো ২০২৫ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
তথ্যসূত্র: সিআইসি নিউজ