Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষা আপডেট

এমআইটিতে ফ্রি অনলাইন কোর্স: ঘরে বসেই বিশ্বমানের শিক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

এমআইটিতে ফ্রি অনলাইন কোর্স: ঘরে বসেই বিশ্বমানের শিক্ষা

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন তাদের ওপেন কোর্সওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের কাছে জ্ঞান অর্জনের এক দারুণ মাধ্যম হয়ে উঠেছে।  

১৮৬১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সহজলভ্য করার লক্ষ্যে জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য, পদার্থবিজ্ঞান থেকে শুরু করে উদ্যোক্তা ও উন্নয়ন পর্যন্ত নানা বিষয়ের কোর্স উন্মুক্ত করেছে। প্রতিটি কোর্সে রয়েছে সিলেবাস, ভিডিও লেকচার, অ্যাসাইনমেন্ট ও কুইজ, যা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে।

কোর্সে অংশ নিতে কোনো ফি বা নির্দিষ্ট এডুকেশনাল শর্ত নেই। যে কেউ যে কোনো বয়সে বা শিক্ষাগত যোগ্যতা থেকেও এই কোর্সে ভর্তি হতে পারবেন। তবে চাইলে শিক্ষার্থীরা সামান্য ফি প্রদান করে ভেরিফায়েড সার্টিফিকেট অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব বহন করবে।  

যদিও এসব কোর্স থেকে একাডেমিক ক্রেডিট বা সরাসরি শিক্ষক তত্ত্বাবধান পাওয়া যায় না, তবুও এমআইটির দক্ষ অধ্যাপকদের তৈরি শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ বিশ্বের শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। 

এই উদ্যোগটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশসহ উন্নয়নশীল যে কোনো দেশের শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। ইন্টারনেট সংযোগ থাকলেই এখন ঘরে বসে বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ের কোর্সে অংশ নেওয়া সম্ভব, যা শিক্ষাকে সত্যিকার অর্থেই গ্লোবাল ও সবার জন্য উন্মুক্ত করে তুলছে। 

https://www.edx.org/school/mitx 

 

Logo