Logo
×

Follow Us

ইউরোপ

স্কলারশিপ আপডেট

ইইউ কাউন্সিল ট্রেইনিশিপ ২০২৬; আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬

ইইউ কাউন্সিল ট্রেইনিশিপ ২০২৬; আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল ২০২৬ সালের জন্য ব্রাসেলসে পাঁচ মাসব্যাপী বেতনভুক্ত ট্রেইনিশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। এই ট্রেইনিশিপে প্রতি বছর প্রায় ১০০ জন তরুণ পেশাজীবী এবং শিক্ষার্থীকে আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী ইউরোপীয় ইউনিয়নের আইনি প্রক্রিয়া, অর্থনীতি, পরিবেশ ও জলবায়ু, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ বা অনুবাদ বিষয়ে আগ্রহী, তারা আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং ইংরেজি বা ফরাসি ভাষায় ন্যূনতম C1 লেভেলের দক্ষতা থাকতে হবে। বিশেষ বিবেচনায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীরাও এই ট্রেইনিশিপে আবেদন করতে পারবেন। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা আইন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কমিউনিকেশন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে এই ট্রেইনিশিপ পেয়েছেন।

ট্রেইনিশিপ চলাকালে নির্বাচিতরা মাসিক ১ হাজার ৪৭৬ ইউরো বেতন, ৭০ ইউরো খাবার ভাতা, যাতায়াত সুবিধা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, কাউন্সিলের লাইব্রেরি ও জিম ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া নির্বাচিত প্রার্থীরা ইউরোপীয় কাউন্সিলের নীতিনির্ধারণী, আইনি এবং সহায়ক দলে কাজ করবেন, যা তাদের আন্তর্জাতিক কর্মদক্ষতা ও পেশাগত দক্ষতা বাড়াবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন এবং আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগ তথ্য এবং পছন্দের কর্মক্ষেত্র আবেদনে উল্লেখ করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। 

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল ২০২৬-এ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫। 

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন এই লিংকে 

Logo