Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

হার্ভার্ড ইউনিভার্সিটিতে বেতনসহ দুই বছর ফেলোশিপের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

হার্ভার্ড ইউনিভার্সিটিতে বেতনসহ দুই বছর ফেলোশিপের সুযোগ

বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল ফেলোশ প্রোগ্রাম ২০২৫-এ তরুণ গবেষকদের জন্য দিচ্ছে বেতনসহ দুই বছরের পূর্ণকালীন গবেষণা সুযোগ। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের প্রার্থী, যারা মে ২০২১ থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে পিএইচডি বা সমমানের ডিগ্রি সম্পন্ন করেছেন, তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। 

এক্ষেত্রে গবেষণার ক্ষেত্র হতে হবে পরিবেশবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ নীতি-গবেষণা, পরিবেশ আইন, প্রযুক্তি বা সামাজিক প্রভাব সম্পর্কিত যে কোনো বিষয়।

এই প্রোগ্রামে নির্বাচিত ফেলোরা প্রতি বছর প্রায় ৯০ হাজার মার্কিন ডলার বেতন, স্বাস্থ্যবীমা, রিলোকেশন খরচ এবং গবেষণা-সংক্রান্ত ভ্রমণের জন্য অতিরিক্ত অর্থ পাবেন। আবেদন করতে প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর গবেষণা প্রস্তাবনা, সিভি, প্রকাশিত গবেষণা বা লেখার নমুনা, তিনটি রেফারেন্স লেটার এবং হার্ভার্ডের একজন ফ্যাকাল্টির সমর্থনপত্র। 

বাংলাদেশ থেকে ইতিপূর্বে যেসব শিক্ষার্থী এই ফেলোশিপ পেয়েছেন, তারা উদ্ভাবনী ও নতুন দৃষ্টিভঙ্গির গবেষণা প্রস্তাব দিয়ে সফল হয়েছেন। 

চলতি বছর এই প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৫। আর সুপারিশপত্রসহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫।

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করতে পারেন স্ক্রিনে দেখানো লিংকে, https://www.opportunitiescircle.com/harvard-environmental-fellows-program-in-the-usa/

Logo