Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মেধাবী হাইস্কুল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আমিরাতের গোল্ডেন ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১

মেধাবী হাইস্কুল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আমিরাতের গোল্ডেন ভিসা

মেধাবী শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ দিতে সংযুক্ত আরব আমিরাত (UAE) চালু করেছে ‘গোল্ডেন ভিসা’। হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীরা এই ভিসার আওতায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত আবাসনের সুযোগ পাবেন, যেখানে স্থানীয় স্পন্সরের প্রয়োজন নেই।

মূলত বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য চালু হওয়া এই ভিসা ২০২২ সালের পর থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। এটি ইউএই সরকারের “Centennial 2071” ভিশনের অংশ, যার লক্ষ্য জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তোলা।

হাইস্কুল শিক্ষার্থীদের জন্য শর্ত:

- ইউএইভিত্তিক সরকারি বা বেসরকারি স্কুলের শীর্ষস্থানীয় শিক্ষার্থী হতে হবে

- চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৯৫% নম্বর

- শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশপত্র আবশ্যক

- ভিসার মেয়াদ: ৫ বছর (বিশেষ ক্ষেত্রে বাড়ানো যেতে পারে)

- আবুধাবির শিক্ষার্থীদের জন্য আবেদন করতে হবে Abu Dhabi Residents Office-এর মাধ্যমে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শর্ত:

- ইউএই বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক

- GPA: A-রেটেড বিশ্ববিদ্যালয়ের জন্য ৩.৫, B-রেটেডের জন্য ৩.৮

- স্নাতক হতে হবে সর্বোচ্চ দুই বছরের মধ্যে

- ইউএই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ডিগ্রি ও সমতামূলক সনদ প্রয়োজন

- ভিসার মেয়াদ ১০ বছর

অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহ ইউএই সরকার কিছু নির্দিষ্ট বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দিচ্ছে, যেমন:

- কৃত্রিম বুদ্ধিমত্তা

- বিগ ডেটা

- ভাইরোলজি ও মহামারিবিদ্যা

- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

- জেনেটিকস ও বায়োটেকনোলজি

ভিসার সুবিধাসমূহ:

- স্পন্সর ছাড়াই আবাসনের অনুমতি

- একাধিকবার প্রবেশের সুযোগ

- পরিবারসহ বসবাসের সুবিধা

- গৃহকর্মী স্পন্সর করার স্বাধীনতা

- মূল আবেদনকারী মারা গেলে পরিবারের সদস্যরা ভিসার মেয়াদ পর্যন্ত থাকতে পারবেন

এই গোল্ডেন ভিসা শুধু আবাসনের সুযোগ নয়, বরং ইউএইতে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনের এক সুবর্ণ সম্ভাবনা।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo