উচ্চশিক্ষা আপডেট
কানাডায় কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭
কানাডায় কমেছে বিদেশি শিক্ষার্থীর ঢল। ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমে গেছে। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, কানাডায় ২০২৪ সালের মার্চে যেখানে প্রায় ১৬ হাজার ৮৭৫টি স্টাডি পারমিট জারি হয়েছিল, ২০২৫ সালের মার্চে তা নেমে এসেছে মাত্র ৩ হাজার ৮১৯টিতে। আর এই ধাক্কা শুধু শিক্ষার্থীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; একই সময়ে নতুন ওয়ার্ক পারমিট ইস্যুতেও বড় পতন ঘটেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল, অথচ ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ৫১ শতাংশ কমে নেমে আসে মাত্র ১ লাখ ১৯ হাজারে।
বিশ্লেষকদের মতে, কানাডা সরকারের নতুন অভিবাসন নীতি এবং শিক্ষার্থীদের ভর্তির ওপর সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্তই কানাডায় কমিয়েছি শিক্ষার্থী ও প্রবাসীদের ঢল। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা ঘোষণা দিয়েছে, ২০২৫ সালে তারা প্রায় ৩ লাখ ৯৫ হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে এবং শিক্ষার্থী ও অভিবাসী সংখ্যা টেকসই পর্যায়ে রাখার জন্য কড়া নীতি অনুসরণ করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তন কানাডার শিক্ষা খাতে যেমন প্রভাব ফেলছে, তেমনি বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যও নতুন এক চ্যালেঞ্জ তৈরি করবে।
logo-1-1740906910.png)