উচ্চশিক্ষা আপডেট
যুক্তরাষ্ট্রের F‑1 ভিসা প্রত্যাখ্যানের কারণ ও করণীয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮
F‑1 ভিসা হলো যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য দেওয়া একটি অস্থায়ী নন-ইমিগ্র্যান্টস ভিসা। যারা মার্কিন বিশ্ববিদ্যালয় বা কলেজে ফুল টাইম পড়াশোনা করতে চান, তারা F‑1 ভিসার জন্য আবেদন করতে পারেন।
কিন্তু অনেক সময় এই ভিসা প্রত্যাখ্যান হয়ে যায়। কেন F-1 ভিসা প্রত্যাখ্যান হয়, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। তাতে বলা হয়েছে, এই ভিসা পেতে গেলে আবেদনকারীকে প্রমাণ করতে হয়, পড়াশোনা শেষে তিনি অবশ্যই নিজ দেশে ফিরে আসবেন। যদি কনস্যুলার অফিসার মনে করেন, শিক্ষার্থী দেশে ফিরে আসার দৃঢ় পরিকল্পনা দেখাতে পারছেন না, তাহলে ভিসার আবেদন বাতিল হয়ে যায়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।
ভিসা প্রত্যাখ্যান হওয়ার আরো কিছু কারণ রয়েছে। যেমন- আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া, অসম্পূর্ণ কাগজপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ না থাকা, অস্পষ্ট উদ্দেশ্য বা SOP, ইংরেজি ভাষায় দক্ষতার অভাব এবং পেশাগত বা শিক্ষাগত যোগ্যতা প্রমাণের অভাব।
তবে ভিসা প্রত্যাখ্যান মানেই স্বপ্ন শেষ নয়। পুনরায় আবেদন করতে হলে ফি জমা দিয়ে নতুনভাবে আবেদন করতে হবে। আবেদনপত্রে সব তথ্য পরিষ্কার ও সঠিকভাবে দিতে হবে এবং দেশে ফিরে আসার দৃঢ় পরিকল্পনা আবেদনে উল্লেখ করতে হবে। এছাড়া ইন্টারভিউর জন্যও ভালো প্রস্তুতি রাখতে হবে। সঠিক প্রস্তুতি, পরিকল্পনা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকলে যুক্তরাষ্ট্রে পড়াশোনার স্বপ্ন পূরণ করা অনেক শিক্ষার্থীর জন্য সহজ হয়ে যাবে।
logo-1-1740906910.png)