Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় কোনগুলো?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩৫

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় কোনগুলো?

২০২৫ সালের সাংহাই বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় টানা ২৩তম বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুসরণ করেছে স্ট্যানফোর্ড এবং এমআইটি। এ বছর বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে সাংহাই র‍্যাঙ্কিং কনসালট্যান্সি।

২০০৩ সাল থেকে এ কর্তৃপক্ষ প্রতি বছর স্বচ্ছ পদ্ধতি ও তৃতীয় পক্ষের তথ্যের ভিত্তিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। ২০২৫ সালের তালিকায় ২,৫০০-এর বেশি প্রতিষ্ঠান যাচাই করে শীর্ষ ১,০০০টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়েছে। গবেষণা মান, আন্তর্জাতিক স্বীকৃতি, নোবেল ও ফিল্ডস পদকপ্রাপ্তদের সংখ্যা এবং প্রকাশনার ভিত্তিতে এই র‍্যাঙ্কিং নির্ধারিত হয়।

বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়:

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র 

২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র 

৩. এমআইটি (Massachusetts Institute of Technology), যুক্তরাষ্ট্র 

৪. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য 

৫. বার্কলে (University of California, Berkeley), যুক্তরাষ্ট্র 

৬. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য 

৭. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র 

৮. কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র 

৯. ক্যালটেক (California Institute of Technology), যুক্তরাষ্ট্র 

১০. শিকাগো বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থান পরিবর্তন উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অংশগ্রহণ ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো ছাড়া এই পতন রোধ করা কঠিন হবে।

তথ্যসূত্র: সাংহাই র‍্যাঙ্কিং কনসালট্যান্সি-২০২৫

Logo