স্কলারশিপ আপডেট
অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন ও ইউটিএস সিডনিতে স্কলারশিপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:০৬

অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি মোট ১০টি পিএইচডি স্কলারশিপের খবর দিয়েছে। আবেদনও ওপেন হয়েছে। এর মধ্যে আটটি স্কলারশিপ ডিকিন ইউনিভার্সিটিতে আর দুইটি ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, মডেলিং বা এই সম্পর্কিত ফিল্ডের পেশাজীবী বা একাডেমিক তাদের আবেদনের অনুরোধ করেছে স্কলারশিপটির প্রজ্ঞাপনে। স্কলারশিপগুলোর মধ্যে ৮টি ডিকিন ইউনিভার্সিটিতে আর দুটি ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির।
বাংলাদেশের একাডেমিক বা গবেষকরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় বছরে ৪০ হাজার ৫৮১ ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এটা পাবেন চার বছর ধরে। অস্ট্রেলিয়ার নাগরিক হলে পাবেন তিন বছর।
যারা সত্যিকার গবেষক হতে ইচ্ছুক, বৈজ্ঞানিক গবেষণায় আগ্রহ তাদেরই এই স্কলারশিপে আবেদনের অনুরোধ করা হয়েছে। যারা গবেষণা পছন্দ করেন না কিন্তু ভিন্ন কারণে স্কলারটি পেতে চান, তাদের নিরুৎসাহিত করা হচ্ছে।
আবেদন করতে চাইলে ই-মেইলে করতে পারেন- ramesh.varma@deakin.edu.au এই লিংকে।