স্কলারশিপ আপডেট
যুক্তরাষ্ট্রে পেশাজীবীদের জন্য ফেলোশিপ, আবেদন শেষ ২৯ আগস্ট ২০২৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১০

যুক্তরাষ্ট্রভিত্তিক “প্রফেশনাল ফেলোস ফর গভর্ন্যান্স অ্যান্ড সোসাইটি” প্রোগ্রামে আবেদনের সুযোগ শুরু হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার তরুণ আইনপ্রণেতা, নীতিনির্ধারক, সরকার, নাগরিক সমাজ বা ব্যবসা সংশ্লিষ্ট খাতে কর্মরত পেশাজীবী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
২৫ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারীদের মধ্যে লিডারশিপ, কালচারাল অ্যাক্টিভিটিস এবং ইংরেজি ভাষার দক্ষতা বিবেচনা করে অগ্রাধিকার দেওয়া হবে।
ইতোপূর্বে এই প্রোগ্রামের মাধ্যমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বিভিন্ন দেশের তরুণ সংসদ সচিবালয়ের কর্মকর্তা, সিভিল সার্ভিস সদস্য, এনজিওকর্মী, সাংবাদিক, যুবনেতা, এমনকি ব্যবসায় উদ্যোগী ব্যক্তিরাও এই ফেলোশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
নির্বাচিত ফেলোসরা চার সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করে প্রশিক্ষণ, নেটওয়ার্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক কংগ্রেসে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আবেদনের শেষ তারিখ ২৯ আগস্ট ২০২৫। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পাওয়া যাবে এই লিংকে: https://www.worldlearning.org/program/professional-fellows-for-governance-and-society-south-and-central-asia/?