স্কলারশিপ আপডেট
জাপানে গ্লোবাল পার্টনার্স স্কলারশিপ, আবেদন শেষ ১০ অক্টোবর ২০২৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৫৩
জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ আবেদন ওপেন করেছে। ২০২৬ সালে যারা জাপানে মাস্টার্স ও পিএইচডি করার কথা ভাবছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ।
এই স্কলারশিপে ২ বছরের মাস্টার্সে আর তিন বছরের পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দেবে। এতে ভর্তি ফি, টিউশন, বিমান ভাড়া ছাড়াও মাসে দেড় লাখ ইয়েন দেওয়া হয়ে থাকে।
জাপানে গ্লোবাল পার্টনার্স স্কলারশিপ মাস্টার্স প্রোগ্রামে আবেদনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, আর ডক্টরালে আবেদন করতে হলে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা লাগবে।
বেশ কয়েকটি সাবজেক্টে স্কলারশিপের আবেদন করা যায়। যেমন স্কুল অব হিউমেনিটিজ, ল' অ্যান্ড পলিটিক্স, সায়েন্স, আরবান এনভায়রনমেন্টাল সায়েন্স, হিউম্যান হেল্থ সায়েন্স, সিস্টেম ডিজাইন
এই স্কলারশিপটিতে আবেদনের শেষ সময় ১০ অক্টোবর ২০২৫।
https://www.ic.tmu.ac.jp/tokyogp/en/index.html
logo-1-1740906910.png)