Logo
×

Follow Us

শিক্ষা

স্কলারশিপ আপডেট

আমেরিকার এফএসপি স্কলারশিপ, আবেদন শেষ ৭ সেপ্টেম্বর ২০২৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:১৫

আমেরিকার এফএসপি স্কলারশিপ, আবেদন শেষ ৭ সেপ্টেম্বর ২০২৫

আমেরিকায় ফুলব্রাইট স্পেশালিস্ট প্রোগ্রাম এফএসপি বাংলাদেশিদের জন্য স্কলারশিপ আবেদন আহ্বান করেছে। এই স্কলারশিপটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় বরং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ থিঙ্ক ট্যাংক ও বিভিন্ন এনজিও প্রাতিষ্ঠানিকভাবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে এই স্কলারশিপের খবর জানিয়েছে। 

এই কর্মসূচির মাধ্যমে মার্কিন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে শিক্ষা ও গবেষণা উন্নয়নে কাজ করবেন, যা দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

প্রোগ্রামটির আওতায় মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্বাচিত বিশেষজ্ঞদের বিমান ভাড়া, স্বাস্থ্য বীমা ও সম্মানী ভাতা দেবে। অন্যদিকে, হোস্ট প্রতিষ্ঠানগুলোকে বহন করতে হবে বাসস্থান, খাবার ও স্থানীয় পরিবহন খরচ। স্কলারশিপটির আওতায় থাকবে সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা, পাঠ্যক্রম উন্নয়ন ও প্রোগ্রাম মূল্যায়নের মতো শিক্ষা ও গবেষণাভিত্তিক উদ্যোগ।

তবে ব্যক্তিগত গবেষণা বা ক্লিনিক্যাল মেডিকেল রিসার্চ প্রস্তাব এই স্কলারশিপে করা যাবে না। নির্বাচিত প্রকল্পগুলোর মেয়াদ হবে ১৪ থেকে ৪২ দিন, যা অবশ্যই ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করতে হবে। 

আবেদনের শেষ দিন ৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৯। প্রস্তাব জমা দিতে হবে U.S. Embassy Bangladesh ও World Learning-এর মাধ্যমে।

লিংক: https://bd.usembassy.gov/call-for-proposal-for-the-2025-u-s-fulbright-specialist-program-fsp/ 

Logo