স্কলারশিপ আপডেট
নেদারল্যান্ডসের এরিক ব্লেউমিঙ্ক স্কলারশিপ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:২৭

২০২৬ সালের ফেব্রুয়ারি সেশনে মাস্টার্স প্রোগ্রামের জন্য নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রোনিনজেন বিদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ আবেদন ওপেন করেছে। এরিক ব্লেউমিঙ্ক নামের এই স্কলারশিপটি ফুল ফান্ডেড। ফলে টিউশন ফি, জীবনযাপনের খরচ, ভিসা ফি, স্বাস্থ্যবীমা, যাতায়াত সব কাভার করে এই স্কলারশিপটি। এই স্কলারশিপটিতে আবেদন করতে হলে প্রয়োজন হবে ভালো একাডেমিক রেজাল্ট ও রিকমেন্ডেশন লেটার। ইংরেজি ভাষার দখল থাকতে হবে। এক বা দুই বছরের মাস্টার্স ডিগ্রি করতে এই স্কলারশিপ দেওয়া হয়।
সাধারণত, সোশ্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক পলিটি অ্যান্ড গভর্ন্যান্স, ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্টাডিজ, হেল্থ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, বিজনেস অ্যান্ড ইকোনমিকস, ল’ অ্যান্ড হিউম্যান রাইটস; এসব সাবজেক্টে এই স্কলারশিপ দেওয়ার রেকর্ড রয়েছে।
বাংলাদেশসহ উন্নয়নশীল ৬৯টি দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। তবে এই স্কলারশিপের জন্য সরাসরি আবেদন করা যায় না। প্রথমে ভর্তি হতে হবে বিশ্ববিদ্যালয়টিতে, তারপর করতে হবে স্কলারশিপের আবেদন।
এই স্কলারশিপে নেদারল্যান্ডসে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশ জার্মানি, বেলজিয়ামেও কাজের সুযোগ পেতে পারেন। ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি, কোর্স বেছে নেওয়ার স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বৈশ্বিক মানদণ্ডের কারণেও দেশটির প্রতি আগ্রহ অনেক শিক্ষার্থীর। এরিক ব্লেউমিঙ্ক স্কলারশিপে আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর, ২০২৫।