স্কলারশিপ আপডেট
কানাডার ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৩৯
কানাডার প্রাচীনতম ও বিখ্যাত ম্যাকগিল ইউনিভার্সিটির আওতায় ম্যাককল ম্যাকবেইন স্কলাশিপের আবেদন ওপেন হয়েছে। রাজধানী মন্ট্রিলে অবস্থিত এই স্কলারশিপের আওতায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বিনামূল্যে মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন।ফুল ফান্ডেড স্কলারশিপের আওতায় মাসে ২৩০০ ডলার স্কলারশিপসহ আবাসন ও নানান সুযোগ সুবিধা দিয়ে থাকে।
এই স্কলারশিপের আওতায় নিজ দেশ থেকে মন্ট্রিলে যেতে এক কালীন অনুদানও পাওয়া যায়। এই স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীর একাডেমিক রেজাল্ট খুব ভালো হতে হয়। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ইংরেজির দক্ষতা মানে আইএলটিএসের মার্কস ৬.৫ ন্যূনতম থাকতে হবে।
মাস্টার্স প্রোগ্রামে সাধারণত পাবলিক পলিসি ও গ্লোবাল এ্যাফেয়ার্স, আর্টস এ্যান্ড হিউমিনিটিস, বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট, এনভাইরনমেন্ট ও সাসটেইনিবিলিটি, পাবলিক হেল্থ, মেডিসিন, ডেন্টিস্ট্রি, এজ্যুকেশন ও সোশ্যাল ইনোভেশন, ইঞ্জিনিয়ারিং, বাইয়ো টেকনোলজি, কম্পিউটার সায়েন্সের বিদেশি শিক্ষার্থীরা বেশি এই স্কলারশিপ পাচ্ছে। ফলে আগ্রহী শিক্ষার্থীরা চাইলে স্কলারশিপটির জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ২০ আগস্ট, ২০২৫।
logo-1-1740906910.png)