
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তিটির আওতায় দেশটির কার্টিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আরটিপি স্কলারশিপটি ফুল ফান্ডেড। এর স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ হবে, থাকা-খাওয়ার জন্য থাকবে উপবৃত্তি এবং ভ্রমণভাতা দেওয়া হবে এই স্কলারশিপের আওতায়।
এই স্কলারশিপ পেতে কী যোগ্যতা থাকতে হবে শিক্ষার্থীদের?
শিক্ষার্থীর অবশ্য অনার্স ডিগ্রি থাকতে হবে। আরো লাগবে অনলাইন আবেদন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আইইএলটিএস বা পিটিই পরীক্ষার সার্টিফিকেট। আইইএলটিএসে ভালো নম্বর থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে সুপারভাইজারের রিকমেন্ডেশন লেটার, গবেষণার বিবৃতি থাকতে হবে।
অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির আরটিপি স্কলারশিপের আবেদন ৩১ অক্টোবর।