বিদেশি শিক্ষার্থী বিষয়ে লেবার সরকারের উদার নীতির সমালোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৬

অস্ট্রেলিয়ার লেবার সরকারের আন্তর্জাতিক শিক্ষার্থী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টি। দলটির দাবি, এই নীতির ফলে স্থানীয় অস্ট্রেলিয়ানদের আবাসন, চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
ওয়ান নেশনের মতে, ২০২৬ সালের মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৫ হাজারে পৌঁছাবে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি। দলটি অভিযোগ করেছে, এই শিক্ষার্থীদের একটি বড় অংশ অস্ট্রেলিয়ায় এসে “আন্ডার-দ্য-টেবিল” পদ্ধতিতে কাজ করে আয় করছে এবং সেই অর্থ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ২০২৩ সালে বিদেশি শিক্ষার্থীরা মোট ১৫.৪ বিলিয়ন ডলার আয় করেছে, যার মধ্যে ১০.৫ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ার বাইরে চলে গেছে বলে দাবি করা হয়েছে।
নিবন্ধে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো এখন বিদেশি শিক্ষার্থীদের ফিনির্ভর হয়ে পড়েছে, ফলে স্থানীয় শিক্ষার্থীদের সুযোগ কমে যাচ্ছে। একই সঙ্গে অনেক শিক্ষার্থী স্থায়ী অভিবাসনের উদ্দেশ্যে শিক্ষার্থী ভিসাকে “ব্যাকডোর” হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে।
আবাসন সংকটের প্রসঙ্গে দলটি দাবি করেছে, বিদেশি শিক্ষার্থীরা স্থানীয়দের জন্য নির্ধারিত বাসস্থান দখল করছে, যার ফলে ভাড়া বেড়ে যাচ্ছে এবং গৃহহীনতার ঝুঁকি বাড়ছে।
ওয়ান নেশন পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি প্রস্তাব দিয়েছে:
- বিদেশি শিক্ষার্থীদের ABN (ব্যবসায়িক নম্বর) দেওয়া বন্ধ করা
- যারা কর দেয় না, তাদের ভিসা বাতিল করে ফেরত পাঠানো
- বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে বাধ্য করা
অন্যদিকে, লেবার সরকার বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থী খাত অস্ট্রেলিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বৈচিত্র্য ও গবেষণায় অবদান রাখে। তবে এই বিতর্ক অস্ট্রেলিয়ার অভিবাসন ও শিক্ষানীতিতে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে।
তথ্যসূত্র: ওয়ান নেশন পার্টির ওয়েবসাইট