Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন সুযোগের দুয়ার খুলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:০২

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন সুযোগের দুয়ার খুলছে

মালয়েশিয়ায় অবস্থান করা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য এক দারুণ খুশির খবরই বলা যায়। এতদিন দেশটিতে শিক্ষা শেষে সরাসরি চাকরিতে ঢুকতে পারতেন না প্রবাসী শিক্ষার্থীরা। মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য “গ্র্যাজুয়েট পাস” নামে একটি নতুন ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা অনার্স শেষ করার পর মালয়েশিয়ায় আরো ১২ মাস থাকার এবং কাজ করার সুযোগ পাবেন, যা শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

গ্র্যাজুয়েট পাস মূলত একটি Social Visit Pass, যা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগ কর্তৃক অনুমোদিত। এটি শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ, যেখানে তারা কোনো কোম্পানির স্পন্সর ছাড়াই চাকরি খুঁজতে পারবেন এবং স্থানীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী সুবিধা?

১. ক্যারিয়ার শুরু করার সুযোগ: স্নাতক সম্পন্ন করার পর সরাসরি মালয়েশিয়ায় চাকরি খোঁজার সুযোগ তৈরি হবে। এতে কর্মসংস্থানের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে।

২. স্পন্সর ছাড়াই কাজ: সাধারণত বিদেশে কাজ করতে হলে স্থানীয় কোম্পানির স্পন্সর প্রয়োজন হয়। কিন্তু গ্র্যাজুয়েট পাসে শিক্ষার্থীরা নিজের উদ্যোগে চাকরি খুঁজে নিতে পারবেন।

৩. পরিবারকে সঙ্গে রাখার সুযোগ: এই ভিসার আওতায় শিক্ষার্থীরা চাইলে তাদের নির্ভরশীল সদস্যদের (যেমন- জীবনসঙ্গী বা সন্তান) সঙ্গে রাখতে পারবেন।

৪. ভিসার মেয়াদ: গ্র্যাজুয়েট পাস ১২ মাসের জন্য বৈধ, যা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়সীমা কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য।

৫. সাশ্রয়ী ও সহজ প্রক্রিয়া: আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন- স্নাতক সম্পন্ন হওয়ার প্রমাণপত্র, বৈধ পাসপোর্ট, স্বাস্থ্যবীমা এবং একজন মালয়েশিয়ান স্পন্সর, যার মাসিক আয় কমপক্ষে ১৫০০ রিংগিত; এসব প্রস্তুত থাকলেই আবেদন করা যাবে।

যোগ্যতা ও শর্তাবলি:

এই ভিসা শুধু স্নাতক বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আবেদনকারীর পাসপোর্ট কমপক্ষে ১৮ মাস মেয়াদি হতে হবে এবং আবেদনকালে তার স্টুডেন্ট পাস বৈধ থাকতে হবে। এছাড়া কোনো আইনি অপরাধে জড়িত না থাকার শর্তও রয়েছে।

বিশ্বজুড়ে কর্মসংস্থানের প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, তার জন্য এই ভিসা একটি বড় সুযোগ। মালয়েশিয়ার বহুজাতিক কর্মপরিবেশে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে ইউরোপ, মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে চাকরি পাওয়ার পথও সুগম করতে পারে।

মালয়েশিয়ার এই উদ্যোগকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি “পোস্ট-গ্র্যাজুয়েশন ব্রিজ” হিসেবে দেখা হচ্ছে, যা শিক্ষা থেকে কর্মজীবনে রূপান্তরের একটি বাস্তব ও কার্যকর পথ।

তথ্যসূত্র: মালয়েশিয়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে

Logo