
বিশ্বখ্যাত মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফাইনাল বর্ষের ফলাফলে বাংলাদেশি শিক্ষার্থীরা সেরা দশে জায়গা করে নিয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। বিশ্বের ৮৩টি দেশের হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে এই সাফল্য বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে।
'কুরআনিক সায়েন্স অ্যান্ড তাফসির' বিভাগে ৯০% গড় নম্বর নিয়ে সামগ্রিকভাবে ষষ্ঠ এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ হয়েছেন হাবিবুল হাসান। 'হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন' বিভাগে চতুর্থ হয়েছেন আব্দুল্লাহ আল ফারুক, যিনি বিদেশিদের মধ্যে দ্বিতীয়।
তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সংশ্লিষ্ট ফ্যাকাল্টির ডিন বলেন, "এই প্রতিযোগিতায় সেরা দশে স্থান পাওয়া অত্যন্ত কঠিন। হাবিবুল ও ফারুক অবিশ্বাস্য কাজ করেছে। আমি তাদের পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ"।
হাবিবুল হাসান বলেন, "আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার উস্তাদ ও বাবা-মায়ের দোয়া ছাড়া এটি সম্ভব হতো না। দেশবাসীর কাছে দোয়া চাই"।
তারা দুজনই ২০২০ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং বর্তমানে তাহনিফ একাডেমি পরিচালনা করছেন। 'শরিয়া অ্যান্ড ল' বিভাগে আহমাদুল্লাহ আল জামি, আবদুল কাইয়ুম ফারুক, শুআইবুল ইসলাম ও আনাস কাজি সেরা দশে স্থান পেয়েছেন। ইসলামিক থিওলজি বিভাগে গোলাম রাব্বানী চৌধুরী, মুহাম্মদ জুনাইদ ও সাজ্জাদ হোসাইন এবং দাওয়াহ বিভাগে মুহাম্মদ অলিউল্লাহ ও আব্দুল্লাহ আল আসিফ সেরা দশে জায়গা করে নিয়েছেন। ইসলামিক স্টাডিজ বিভাগে নবম হয়েছেন মুহাম্মাদ শুআইব।
এই সাফল্য বাংলাদেশের ধর্মীয় শিক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর