Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪৮

কানাডার ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ

উচ্চশিক্ষার জন্য কানাডা বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তির সুযোগ দেয়। এর মধ্যে অন্যতম হলো ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ, যা কানাডার ঐতিহ্যবাহী ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে প্রদান করা হয়।

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনামূল্যে স্নাতকোত্তর বা পেশাগত ডিগ্রি অর্জনের সুযোগ পান। পাশাপাশি তারা মাসিক ভাতা, আবাসন, ভাষা প্রশিক্ষণ এবং মেন্টরশিপসহ একাধিক সুবিধা উপভোগ করতে পারেন।

স্কলারশিপের সুযোগ–সুবিধা:

- সম্পূর্ণ টিউশন ফি কাভার করবে ম্যাকগিল ইউনিভার্সিটি।

- জীবনযাত্রার ব্যয় নির্বাহে প্রতি মাসে ২,৩০০ কানাডিয়ান ডলার প্রদান করা হবে।

- মন্ট্রিয়লে স্থানান্তরের জন্য এককালীন অনুদান দেওয়া হবে।

- নতুন শিক্ষার্থীদের জন্য ফ্রেঞ্চ ভাষা শেখার কোর্সের ব্যবস্থা থাকবে।

- আবাসন খরচও স্কলারশিপের আওতায় থাকবে।

- শিক্ষার্থীরা অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে মেন্টরশিপ পাবেন, যা তাদের নেতৃত্বগুণ ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

আবেদনের যোগ্যতা:

- আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

- স্নাতক ডিগ্রি থাকতে হবে।

- একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

- বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়লে অবস্থিত এবং এটি ১৮২১ সালে প্রতিষ্ঠিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.mcgill.ca/gradapplicants/funding/external/mccall-macbain-scholarship পেজে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo