Logo
×

Follow Us

এশিয়া

স্কলারশিপ আপডেট

ইন্দোনেশিয়ার ইউএনএস স্কলারশিপ আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:১৪

ইন্দোনেশিয়ার ইউএনএস স্কলারশিপ আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর

ইন্দোনেশিয়ার সরকারি ইউনিভার্সিটি সেবেলাম মারেট স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপ বিদেশি শিক্ষার্থীদের জন্য। ফুল ফান্ডেড বা পার্সিয়াল দুই ভাবে অনার্স, মাস্টার্স ও পিএইচডিতে পড়াশোনার সুযোগ রয়েছে।

২০২৬ সালের আগস্ট সেশনের জন্য এখন আবেদন ওপেন হয়েছে। ফুল ফান্ডেড স্কলারশিপের আওতায় অনার্সে মাসে ১৫ লাখ রুপিয়া, মাস্টার্সে ১৭ লাখ ৫০ হাজার রুপিয়া এবং পিএইচডি পর্যায়ে ২২ লাখ ৫০ হাজার রুপিয়া পর্যন্ত স্কলারশিপ ফান্ড দেয় ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি সেবেলাম মারেট।স্কলারশিপে আবেদনকারীদের বয়স হতে হবে ২৪ বছরের কম এবং ইংরেজিতে টোফেল স্কোর ৪৫০ থাকতে হবে। সাক্ষাৎকার দিতে হবে অনলাইনে। অপরাধের সাথে যুক্ত হলে, দণ্ডপ্রাপ্ত হলে আবেদন বাতিল হবে। ইউনিভার্সিটি সেবেলাম মারেটে পড়ার আগ্রহ থাকতে হবে।

আবেদনের আগে রেডি রাখতে হবে পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট, সার্টিফিকেট ট্রান্সক্রিপট ইংরেজি ও ইন্দোনেশিয়ান ভাষায় আর্থিক বিবরণী, টোফেল সনদ, পিএইচডি হলে লাগবে গবেষণার প্রস্তাব। লাগতে পারে ইন্দোনেশিয়ান দূতাবাসের রিকমেন্ডেশন লেটারও। কোর্স তালিকা ঘুরে পছন্দের সাবজেক্ট দেখতে পারেন লিংকে। ২০২৬ সালের আগস্ট সেশনের আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫।https://uns.ac.id/en/admission/uns-scholarship/ 

Logo