
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রাজ্যভেদে খরচের পার্থক্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী কুইন্সল্যান্ড এবং তাসমানিয়া রাজ্যগুলোতে শিক্ষার খরচ তুলনামূলকভাবে কম, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে।
University of Southern Queensland (USQ) এবং University of Sunshine Coast-এর মতো প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক টিউশন ফি প্রায় ২২ হাজার থেকে ২৬ হাজার ডলার। এছাড়া Toowoomba ও Sunshine Coast শহরে জীবনযাত্রার খরচও কম, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা।
University of Tasmania (UTAS)-এ টিউশন ফি শুরু হয় ১২ হাজার ডলার থেকে, যা অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। হোবার্ট শহরের জীবনযাত্রাও সাশ্রয়ী, ফলে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার পাশাপাশি খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন।
বিকল্প রাজ্যগুলোর চিত্র নিউ সাউথ ওয়েলস (NSW) ও ভিক্টোরিয়া রাজ্যে যেমন সিডনি ও মেলবোর্নে শিক্ষা ও জীবনযাত্রার খরচ বেশি হলেও এসব শহরে উচ্চমানের বিশ্ববিদ্যালয় ও সুযোগ-সুবিধা বেশি থাকায় অনেক শিক্ষার্থী এগুলো বেছে নেন।
তথ্যসূত্র: www.studyabroadaide.com