Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে DSU স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫৭

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে DSU স্কলারশিপ

ইতালির অন্যতম বৃহৎ পাবলিক গবেষণা প্রতিষ্ঠান মিলান বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য DSU স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু করেছে। এই স্কলারশিপের আওতায় বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী এবং ২ হাজারের বেশি শিক্ষক-গবেষক রয়েছেন।

DSU স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য একাধিক সুবিধা প্রদান করে। এর মধ্যে রয়েছে মাসিক ৬০০ ইউরো ভাতা, ১০০ ইউরো ভ্রমণ ভাতা, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত আবাসন সুবিধা। এই স্কলারশিপ মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পথ সুগম করে।

আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। স্নাতকে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিকের সনদ, স্নাতকোত্তরে স্নাতকের সনদ এবং পিএইচডিতে স্নাতকোত্তরের সনদ প্রয়োজন। পাশাপাশি ইংরেজি বা ইতালীয় ভাষায় দক্ষতা, ব্যাংক হিসাব, আর্থিক বিবরণী এবং বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বা তালিকাভুক্তির চিঠিও আবশ্যক।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, প্রেরণা পত্র, বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র এবং জীবনবৃত্তান্ত। আবেদনকারীরা কৃষি ও খাদ্যবিজ্ঞান, মানবিক, আইন, চিকিৎসা, ফার্মেসি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়াবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং আন্তসাংস্কৃতিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫। ইউরোপে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী এবং আর্থিক সীমাবদ্ধতায় ভুগছেন এমন শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ একটি দুর্দান্ত সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা

Logo