
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করছে ইন্দোনেশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিস সেবেলাস মারেট (UNS)। ২০২৬ সালের আগস্ট সেশনের জন্য প্রতিষ্ঠানটি স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে পূর্ণ ও আংশিক বৃত্তির ঘোষণা দিয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পরিচিত এবং এই বৃত্তি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।
পূর্ণ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা পাবেন। স্নাতক পর্যায়ে ১৫ লাখ, মাস্টার্সে ১৭ লাখ ৫০ হাজার এবং পিএইচডি পর্যায়ে ২২ লাখ ৫০ হাজার রুপিয়া। এছাড়া বিনামূল্যে ইন্দোনেশিয়ান ভাষা শেখার কোর্স এবং স্বাস্থ্যবীমার সুবিধাও রয়েছে। আংশিক বৃত্তিতে টিউশন ফি মওকুফসহ ভাষা কোর্স ও স্বাস্থ্যবীমা অন্তর্ভুক্ত থাকবে।
আবেদনকারীদের অবশ্যই ইন্দোনেশিয়ার বাইরের নাগরিক হতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনকারীর বয়স ২৪ বছরের নিচে হতে হবে এবং তাদের কোনো অপরাধমূলক মামলায় দণ্ডপ্রাপ্ত বা শরণার্থী হওয়া যাবে না। ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক, যেখানে TOEFL স্কোর কমপক্ষে ৪৫০ (বিজ্ঞান) বা ৫০০ (সমাজবিজ্ঞান) থাকতে হবে। আবেদনকারীদের UNS-এ পড়ার আগ্রহ থাকতে হবে এবং অনলাইন সাক্ষাৎকারে অংশগ্রহণে প্রস্তুত থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে রয়েছে সদ্য তোলা ছবি, বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, স্বাস্থ্য সনদ, জীবনবৃত্তান্ত, আর্থিক বিবরণী, পার্সোনাল স্টেটমেন্ট, ইংরেজি দক্ষতার সনদ এবং রেফারেন্স লেটার (মাস্টার্স ও পিএইচডির জন্য)। পিএইচডি পর্যায়ে গবেষণা প্রস্তাবও জমা দিতে হবে।
বৃত্তির মেয়াদ স্নাতকে ৮ সেমিস্টার, মাস্টার্সে ৪ সেমিস্টার এবং পিএইচডিতে ৬ সেমিস্টার। শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত জিপিএ ধরে রাখতে হবে; সমাজবিজ্ঞানে ৩.০০ এবং প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞানে ২.৭৫।
আবেদনের প্রক্রিয়ায় প্রথমে Letter of Offer ডাউনলোড করতে হবে, এরপর কোর্স তালিকা ঘুরে দেখে নিজ দেশের ইন্দোনেশিয়ান দূতাবাস বা কনস্যুলেট থেকে রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫। এই বৃত্তি শুধু শিক্ষার সুযোগ নয়, বরং একটি নতুন সংস্কৃতি, ভাষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার দরজা খুলে দিচ্ছে আগ্রহী শিক্ষার্থীদের জন্য।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো