Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীর কোটা বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৩

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীর কোটা বাড়ল

অস্ট্রেলিয়া সরকার ২০২৬ সালের জন্য বিদেশি শিক্ষার্থীর কোটা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজারে উন্নীত করেছে, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক শিক্ষাকে টেকসই ও কৌশলগতভাবে সম্প্রসারণের লক্ষ্যে।

২০২৪ সালে অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে শিক্ষার্থী ভর্তিতে সীমা আরোপ করা হয়েছিল, যার ফলে ২০২৫ সালে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়। এবার অতিরিক্ত ২৫ হাজার শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা খাতে নতুন গতি আনবে।

শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, “আমরা চাই আন্তর্জাতিক শিক্ষা এমনভাবে বাড়ুক, যা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং জাতীয় স্বার্থকে সমর্থন করে।” আন্তর্জাতিক শিক্ষা সহকারী মন্ত্রী জুলিয়ান হিল জানান, “সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে, যা এখন ফল দিচ্ছে।”

নতুন কোটা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ স্থান পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং এক-তৃতীয়াংশ বরাদ্দ থাকবে কারিগরি প্রশিক্ষণ খাতে। বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষার্থী অন্তর্ভুক্তির মাধ্যমে অতিরিক্ত বরাদ্দের যোগ্যতা অর্জন করতে হবে।

২০২৩ অর্থবছরে অস্ট্রেলিয়া প্রায় ৬ লাখ শিক্ষার্থী ভিসা প্রদান করেছে, যেখানে চীন ও ভারত প্রধান উৎস দেশ। তবে এখন চীনের উপর নির্ভরতা কমিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় অস্ট্রেলিয়া।

তথ্যসূত্র: চ্যানেল নিউজ এশিয়া

Logo