প্রবাস অর্থনীতির খবর
ডিসেম্বরের ১০ দিনেই রেমিট্যান্সে রেকর্ড; বেড়েছে রিজার্ভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯
ডিসেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এ ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৮ দশমিক ৩ শতাংশ।
তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ১০ দিনে দেশে এসেছে ১ হাজার ২৯০ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৯১ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১২ হাজার ২২৮ মিলিয়ন ডলার।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম) পদ্ধতি অনুযায়ী, দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
logo-1-1740906910.png)