Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ডের আন্তর্জাতিক ফ্লাইটে এয়ারপোর্ট ট্যাক্স বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২১

থাইল্যান্ডের আন্তর্জাতিক ফ্লাইটে এয়ারপোর্ট ট্যাক্স বাড়ছে

থাইল্যান্ড সরকারের এভিয়েশন কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এয়ারপোর্ট ট্যাক্স বা “প্যাসেঞ্জার সার্ভিস চার্জ (PSC)” ৫৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিভিল এভিয়েশন বোর্ড অব থাইল্যান্ডের অনুমোদন অনুযায়ী, পুরনো ৭৩০ বাথ থেকে ২০২৬ সালের প্রথম দিকে পিএসসি বাড়িয়ে ১ হাজার ১২০ বাথ করা হবে। 

নতুন ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ। (AOT)। AOT–র ছয়টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর– সূবর্ণভূমি, ডন মুয়াঙ, ফুকেট, চিয়াঙমাই, হাত ইয়াই এবং চিয়াঙরাই আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন হার প্রযোজ্য হবে। 

বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই পরিবর্তনের ফলে থাইল্যান্ডের বাৎসরিক প্রায় সাড়ে ৩ লক্ষ আন্তর্জাতিক যাত্রী থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন বাথ রাজস্ব অর্জন করতে পারবে। সেই অতিরিক্ত অর্থ বিমানবন্দরগুলো আধুনিকায়ন, যাত্রীসেবার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার হবে। 

তবে এই পরিবর্তনের ফলে ফ্লাইট টিকিটের খরচ বাড়বে। কারণ পিএসসির এই ট্যাক্স সাধারণত বিমানের টিকিট মূল্যের সঙ্গে যুক্ত যাতে নেওয়া হয়। তাই ভবিষ্যতে থাইল্যান্ডে যাওয়ার জন্য প্ল্যান করলে, যাত্রীদের টিকিট মূল্য একটু আগেভাগেই যাচাই করতে হবে। 

এদিকে, দেশভিত্তিক (ডোমেস্টিক) ফ্লাইটের পিএসসিতে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ, থাইল্যান্ডের অভ্যন্তরীণ ফ্লাইটের ট্যাক্স ১৩০ বাথই থাকবে। 

নিয়ন্ত্রক বোর্ড জানিয়েছে, নতুন পিএসসি কার্যকর করার আগে তারা চার মাস আগে ট্রাভেলার ও এয়ারলাইনগুলোকে জানাবে। এই সময় পেয়েই ভ্রমণ পরিকল্পনাকারীরা ফ্লাইট বুকিং বা বাজেট ঠিক করতে পারবেন। 

বিমানের সময়, সার্ভিস মান, টার্মিনাল আধুনিকায়ন; এসব মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলবৎ করা হয়েছে। কিন্তু বারবার বেড়ে চলা খরচে পর্যটক ও ভ্রমণপ্রেমীদের জন্য বাজেট পরিকল্পনা এখন একটু কঠিন হয়ে পড়বে।

Logo