কীভাবে বিদেশ থেকে মোবাইলে সরাসরি পাঠানো যাবে রেমিট্যান্স?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন আরো সহজে ও নিরাপদে প্রিয়জনের বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। দিনরাত ২৪ ঘণ্টা এই সেবা চালু রয়েছে। প্রিয়জনরা পাঠানো অর্থ ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং Q-Cash এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ৭ টাকা চার্জে।
অনুমোদিত বিদেশি ব্যাংক, মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) এবং মানি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে প্রবাসীরা অনায়াসে টাকা পাঠাতে পারবেন। একাউন্টে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে এবং যতবার খুশি পাঠানো সম্ভব। এর সঙ্গে সরকারি ২.৫% প্রণোদনা এবং বিশেষ ক্ষেত্রে ব্যাংক প্রণোদনাও পাওয়া যাবে।
প্রিয়জনরা বিকাশ অ্যাপ ব্যবহার করে বা *২৪৭# ডায়াল করে সহজেই টাকা ক্যাশ আউট করতে পারবেন। রেমিট্যান্স গ্রাহকদের জন্য বিকাশ অ্যাপে রয়েছে রেমিট্যান্স স্টেটমেন্ট সুবিধা। এর মাধ্যমে একাউন্টে আসা সব রেমিট্যান্স লেনদেনের বিবরণী পাওয়া যাবে।
বিদেশ থেকে টাকা পাঠাতে হলে প্রবাসীদের অনুমোদিত ব্যাংক ব্রাঞ্চ, মানি এক্সচেঞ্জ বা এমটিও এজেন্টের কাছে যেতে হবে। সেখানে প্রাপকের বিকাশ একাউন্ট নাম্বার ও পুরো নাম দিতে হবে, যা একাউন্ট খোলার সময় ব্যবহার করা হয়েছিল। প্রয়োজনীয় টাকা জমা দিলে এজেন্ট কাজ সম্পন্ন করবে।
টাকা পাঠানোর সময় এজেন্টরা নিশ্চিত করেন যে প্রাপকের একাউন্ট বৈধ ও রেজিস্টার্ড, নাম্বার ও নাম সঠিকভাবে দেওয়া হয়েছে এবং পাঠানো অর্থ নির্ধারিত সীমা অতিক্রম করছে না। বৈধ উপায়ে টাকা পাঠালে প্রাপক সরকারি প্রণোদনা পাবেন।
এই সেবা প্রবাসীদের জন্য বড় সুবিধা এনে দিয়েছে। আগে টাকা পাঠাতে সময় ও ঝামেলা বেশি ছিল, এখন বিকাশের মাধ্যমে তা দ্রুত ও নিরাপদে পৌঁছে যাচ্ছে। ফলে পরিবারগুলো সহজে অর্থ গ্রহণ করছে এবং প্রবাসীরা নিশ্চিন্তে প্রিয়জনকে সহায়তা করতে পারছেন।
logo-1-1740906910.png)