কুয়েতে বাংলাদেশের পোলট্রি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮
কুয়েত সরকার তুরস্ক ও বাংলাদেশের পোলট্রি আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। একই সঙ্গে দেশটি মেক্সিকো থেকে পোলট্রি আমদানির ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।
তুরস্ক ও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পোলট্রি খাতে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH) এবং স্থানীয় পর্যবেক্ষণ রিপোর্টে দেখা গেছে, এ দেশগুলোতে পোলট্রি উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তা মান বজায় রাখা হচ্ছে। ফলে কুয়েত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমদানির অনুমতি দিয়েছে।
অন্যদিকে মেক্সিকোতে বার্ড ফ্লু সংক্রমণ ও পোলট্রি খাতে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় কুয়েত নতুন করে আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, মেক্সিকো থেকে পোলট্রি আমদানি আপাতত বন্ধ থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় আমদানির অনুমতি দেওয়া হতে পারে।
কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় তারা আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করছে। পোলট্রি আমদানির ক্ষেত্রে প্রতিটি চালান পরীক্ষা করা হবে এবং স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে তা বাতিল করা হবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তুরস্ক ও বাংলাদেশ থেকে পোলট্রি আমদানির অনুমতি পুনরায় চালু হওয়ায় কুয়েতের বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। এতে দাম স্থিতিশীল থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন। অন্যদিকে মেক্সিকো থেকে আমদানি বন্ধ হওয়ায় কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, তবে বিকল্প উৎস থেকে তা পূরণ করা হবে।
পোলট্রি শিল্পে স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণ নিয়ন্ত্রণ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। বিভিন্ন দেশ নিজেদের বাজার সুরক্ষায় আমদানি-রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করছে। কুয়েতের এই সিদ্ধান্তও সেই বৈশ্বিক প্রেক্ষাপটের অংশ।
logo-1-1740906910.png)