Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

শারজাহতে গ্রীষ্মকালীন ছাড়ের উৎসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:১৬

শারজাহতে গ্রীষ্মকালীন ছাড়ের উৎসব

শারজাহতে শুরু হয়েছে বছরের সবচেয়ে আকর্ষণীয় গ্রীষ্মকালীন উৎসব— Sharjah Summer Promotions 2025, যেখানে রয়েছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, ৩ মিলিয়ন দিরহাম মূল্যের পুরস্কার, এবং ৭৫টির বেশি পারিবারিক বিনোদনমূলক আয়োজন।

এই ৬০ দিনব্যাপী উৎসব চলবে ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এবং এতে অংশ নিচ্ছে ১,০০০টির বেশি রিটেইল আউটলেট, শপিং মল, হোটেল ও পর্যটন কেন্দ্র। আয়োজনটি যৌথভাবে পরিচালনা করছে Sharjah Chamber of Commerce and Industry (SCCI) এবং Sharjah Commerce and Tourism Development Authority (SCTDA)।

কী থাকছে এই উৎসবে?

- ৬টি বড় র‍্যাফেল ড্র: ১০, ২০, ৩১ জুলাই এবং ১০, ২১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

- পুরস্কার: সোনার বার, বিলাসবহুল উপহার, শপিং ভাউচার ও তাৎক্ষণিক পুরস্কার

- নতুন ম্যাসকট ‘Shamsa’: শিশু ও পরিবারের জন্য আনন্দদায়ক উপস্থিতি

- ১৯টি গ্রীষ্মকালীন গন্তব্যে ইভেন্ট: বিচ, মিউজিয়াম, কালচারাল স্পট, খোরফাক্কানে সামুদ্রিক কার্যক্রম

- ৩৫টির বেশি হোটেল প্যাকেজ: ডিসকাউন্টেড রেট, ফ্রি টিকিট, হোটেল ক্রেডিট ও ডাইনিং ডিল

এই বছর চালু হয়েছে মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যবহারকারীরা—

- অফার ও ইভেন্ট সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পাবেন

- বুকিং ও কেনাকাটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে র‍্যাফেল ড্রতে অংশ নিতে পারবেন

SCTDA চেয়ারম্যান খালিদ জাসিম আল মিডফা বলেন, “এই আয়োজন শুধু মৌসুমি উৎসব নয়, বরং শারজাহকে বাণিজ্য ও পর্যটনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ।”

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo