Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদিতে নতুন সুযোগের দিগন্ত উন্মোচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:৩৪

বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদিতে নতুন সুযোগের দিগন্ত উন্মোচন

রিয়াদে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের সৌদিতে বিনিয়োগের সুযোগ-সুবিধা, অধিকার এবং বাধ্যবাধকতা শীর্ষক সেমিনার আয়োজন করেছে। ৩০ জুন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে মান্যবর রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান, মিনিস্টার (কনস্যুলার) মো. মোশারফ হোসেন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা-ই রাব্বিসহ দূতাবাসের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া উপস্থিত ছিলেন  সৌদিতে বিনিয়োগকারী বাংলাদেশি এবং গণমাধ্যমকর্মীরা।

সেমিনারে ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান এবং এ এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর শামিম আল আমিন যৌথভাবে বাংলাদেশিদের সৌদিতে বিনিয়োগের সুযোগ-সুবিধা, অধিকার এবং বাধ্যবাধকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।

বাংলাদেশ থেকে কী ধরনের পণ্য সৌদির বাজারে রপ্তানি হচ্ছে এবং আরো কোন ধরনের পণ্য সৌদি আরবে চাহিদা রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে করণীয় এবং সৌদি ট্রেড মার্কেটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে একটি গবেষণামূলক তথ্য সেমিনারে উপস্থাপন করা হয়।

প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রাখেন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. আইয়ুব, সানসিটি মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, গণমাধ্যমকর্মী সাংবাদিক রস্তম খানসহ অন্যান্য কোম্পানির বিনিয়োগকারীরা।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Logo