Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে এসেছে রোহিঙ্গাদের জন্য মার্কিন খাদ্য সহায়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:২০

চট্টগ্রামে এসেছে রোহিঙ্গাদের জন্য মার্কিন খাদ্য সহায়তা

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার টন খাবার পাঠিয়েছে আমেরিকা। খাবারের সেই চালান চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। 

আমেরিকান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই তথ্য জানানো হয়েছে। তাতে আরো বলা হয়েছে, এসব খাদ্য আমেরিকান কৃষকরা উৎপাদন করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সহায়তার অংশ হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে চরম সংকটে থাকা দশ লাখেরও বেশি রোহিঙ্গার কাছে পৌঁছানো হবে। 

যুক্তরাষ্ট্রের এ সহায়তা একইভাবে চালু থাকবে বলে জানানো হয়। দেশটি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো নিশ্চিত করার জন্য অন্যান্য দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসতে এবং আরো বেশি অনুদান দিতে আহ্বানও জানিয়েছে, যাতে করে এই দায়িত্ব সবাই মিলে ভাগাভাগি করে বহন করা সম্ভব হয়।  

Logo