Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিতে সৌদি প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১০

বাংলাদেশের অর্থনীতিতে সৌদি প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ

বাংলাদেশের অর্থনীতিতে সৌদি প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৫ জানুয়ারি দুপুরে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।  

সাক্ষাৎকালে সৌদি আরবে জনশক্তি রপ্তানি, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠেয় বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে যেমন, তেমনি প্রায় ৩২ লাখ প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবেও সৌদি আরব বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ।  

তিনি আরো বলেন, সৌদি প্রবাসীদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। এ কারণে বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। তার মতে, জনশক্তি রপ্তানি বৃদ্ধি পেলে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।  

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তিনি জানান, এ বিষয়ে মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রথমবারের মতো বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্বাচনে মোতায়েন সংক্রান্ত পরিপত্রও জারি করা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং ‘ডেভিল হান্ট ফেইজ-২’সহ নিয়মিত অভিযান চলছে।  

রাষ্ট্রদূত উপদেষ্টাকে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এ সময় সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্রও উপদেষ্টার হাতে তুলে দেন তিনি। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কারণে উপদেষ্টা ইভেন্টে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।  

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

Logo