ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:০৮
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।
১৫ জানুয়ারি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এ সময়ে বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক প্রবাসীদের আগাম ভিসা সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ইতোমধ্যে বাংলাদেশ ভ্রমণের টিকিট করেছেন কিন্তু ভিসা বা এনভিআর সংগ্রহ করেননি, তাদের দ্রুত দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরো জানানো হয়, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা ও প্রশাসনিক কারণে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখা হয়েছে। তবে প্রবাসীদের সুবিধার্থে দূতাবাস থেকে নিয়মিত ভিসা প্রদান কার্যক্রম চালু থাকবে।
logo-1-1740906910.png)