বাংলাদেশের নিউজ আপডেট ১৫ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদের অনুমোদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:৩৩
প্রবাসে পোস্টাল ব্যালটের ‘উন্মুক্ত ব্যবহারে’ উদ্বেগ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে মার্কার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম রাখার প্রস্তাব তুলেছে দলটি।ভোটার স্লিপে ভোটার নম্বরের পাশাপাশি প্রার্থীর ছবি, মার্কা ও প্রতীক ব্যবহারে আচরণবিধির পরিবর্তনও চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি এসব প্রস্তাব তুলে ধরেছে, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের’ খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।
ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ওই সব কলেজের অনেক শিক্ষার্থী। ফলে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর এসব এলাকায় যানজটে নাকাল হয়েছেন নগরবাসী।
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চরম সমালোচনার মুখে পড়া এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। অর্থ কমিটির দায়িত্ব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সামলাবেন বলেও জানানো হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
logo-1-1740906910.png)