পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে ইসির ব্যাখ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০৬
বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট একসঙ্গে থাকা এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, প্রবাসী বাংলাদেশিদের আনন্দের বহিঃপ্রকাশ থেকেই ভিডিওটি করা হয়েছে, তবে এটি করা উচিত হয়নি।
১৪ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের ভিডিও কীভাবে ঘটল, তা সরেজমিনে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানকার ডাকবিভাগকে জানিয়েছেন। তিনি বলেন, “ডেলিভারি পয়েন্ট থেকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পেয়ে আনন্দে ভিডিও করা হয়েছে, কিন্তু এটি করা উচিত হয়নি।”
ইসি সচিব জানান, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদস্য হওয়ায় ডাকবিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে ১৬০টি ব্যালট এক জায়গায় বক্সে রাখা হয়েছিল, যেখান থেকে প্রবাসীরা নিজেরা সংগ্রহ করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, “ছাত্রজীবনে হোস্টেলে যেমন চিঠি এক জায়গায় রাখা হতো, সবাই সেখান থেকে নিয়ে নিত, এখানেও তেমনটাই হয়েছে।”
এই ভিডিওতে দেখা যায়, ব্যালটের খামগুলো অক্ষত অবস্থায় রয়েছে। সচিব বলেন, “ভিডিওতে খামগুলো খোলা হয়নি। তবে ভিডিও করা উচিত হয়নি।” তিনি আরো জানান, বাহরাইন ডাকবিভাগ বিষয়টি তদন্ত করছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা তা জানাবে।
বিএনপি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালটে তাদের প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে গেছে, ফলে সহজে চোখে পড়ে না। এ বিষয়ে ইসি সচিব বলেন, প্রতীক সাজানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। তিনি স্বীকার করেন, “ইট ইজ এ মিসটেক,” তবে বিস্তারিত মন্তব্য করতে এখনই পারবেন না। ব্যালট পুনর্মুদ্রণ হবে কিনা- এ বিষয়ে সচিব বলেন, কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
logo-1-1740906910.png)