বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০৩
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে। ১৪ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ফক্স নিউজ প্রথমে এ খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র দপ্তর পুরো প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে। তবে কতদিন এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ডসহ একাধিক দেশ এর আওতায় পড়ছে। পূর্ণাঙ্গ তালিকায় বাংলাদেশও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, “যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে পাবলিক চার্জে পরিণত হতে পারেন, অর্থাৎ সরকারি সুবিধা বা কল্যাণ ভাতা গ্রহণ করতে পারেন, তাদের অযোগ্য ঘোষণা করার দীর্ঘদিনের ক্ষমতা পররাষ্ট্র দপ্তর ব্যবহার করবে। আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করাই এর উদ্দেশ্য।”
তিনি আরো বলেন, “এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত থাকবে, যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে নিশ্চিত হয় যে বিদেশি নাগরিকরা সরকারি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে না।”
এই সিদ্ধান্ত এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে পরিচালিত ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে।
logo-1-1740906910.png)