Logo
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচন পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০২

নির্বাচন পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করল বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং বিদেশিদের হঠাৎ আগমন নিয়ন্ত্রণে রাখতে সরকার সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। ১৪ জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।  

তিনি বলেন, নির্বাচনের সময় অনেকেই, যারা কাম্য নয়, তারা দেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এ কারণে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। তবে ভিসা প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা হয়নি। যাদের উদ্দেশ্য সঠিক থাকবে, তারা নিয়মিত ভিসা নিয়ে দেশে আসতে পারবেন।  

বাহরাইনে পোস্টাল ব্যালট গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, বিষয়টি তিনি দেখেছেন এবং এ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কেবল আলোচনা চলছে। তিনটি শর্ত পূরণ না হলে বাংলাদেশ কোনো বাহিনী পাঠাবে না। প্রথমত, বাংলাদেশ যুদ্ধ করতে যাবে না। দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকলে যাদের সঙ্গে যোগাযোগ সম্ভব নয়, সে ক্ষেত্রে অংশগ্রহণ করা হবে না। তৃতীয়ত, পরিবেশ অনুকূল না হলে বাংলাদেশ সেনা পাঠাবে না।

মিয়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানো। সীমান্তে কী ঘটছে, সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য বর্তমানে তার কাছে নেই। তিনি জানান, বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. খলিলুর রহমান দেশে ফিরলে আরো তথ্য পাওয়া যাবে।

Logo