Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরে ৫৮ ভরি স্বর্ণসহ ওমরাহ ফেরত মোয়াল্লেম আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০১

বিমানবন্দরে ৫৮ ভরি স্বর্ণসহ ওমরাহ ফেরত মোয়াল্লেম আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ এক ওমরাহ কাফেলার মোয়াল্লেমকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ১৪ জানুয়ারি সকালে আগমনী টার্মিনালের ২ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গিয়াস উদ্দিন (৪৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।  

এপিবিএন সূত্র জানায়, তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নেওয়া হয়। পরে তল্লাশি চালালে গলায় ঝোলানো হাজিদের বিশেষ ব্যাগ থেকে ৫৮ ভরি (৬৮০ গ্রাম) স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মান ২১ ক্যারেট। এর বাজারমূল্য কয়েক লাখ টাকা।  

স্বর্ণ ছাড়াও তার কাছ থেকে ৭৭ হাজার ৫৫০ বাংলাদেশি টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল পাওয়া গেছে। আটক গিয়াস উদ্দিন জানান, তিনি ওমরাহ হাজিদের মোয়াল্লেম হিসেবে সৌদি আরব গিয়েছিলেন এবং বুধবার সকালে দেশে ফেরেন।  

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  

এপিবিএনের অপারেশনাল কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্বর্ণ চোরাচালানকারীরা নিয়মিত রূপ পরিবর্তন করে অপরাধের চেষ্টা করছে। কখনো হজযাত্রী, কখনো মোয়াল্লেম সেজে তারা পার পাওয়ার চেষ্টা করে। তবে যে কোনো ধরনের চোরাচালান ও অপরাধ রোধে এপিবিএন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Logo