Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ১৪ জানুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারিই দেশে নির্বাচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

১২ ফেব্রুয়ারিই দেশে নির্বাচন

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বুধবার সকাল থেকে স্থবির ছিল রাজধানী ঢাকা। ফার্মগেট ও সায়েন্স ল্যাবসহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন দাবিতে সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। 

গ্যাস ও সিলিন্ডার সংকটের কারণে দেশে ইলেকট্রিক চুলার বিক্রি বেড়ে গেছে। ক্রেতাদের অভিযোগ, চাহিদা বাড়ার কারণে ইলেকট্রিক চুলার দামও বেড়ে গেছে ৫০০ থেকে ১ হাজার টাকা।   

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্ধারিত সময়ের এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়, ১২ ফেব্রুয়ারিই দেশে নির্বাচন হবে। এদিকে, ঢাকার পুলিশ কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যাতে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে পুলিশ বাহিনীর সদস্যদের। 

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার সকালে তাদের আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪টি শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। 


Logo