Logo
×

Follow Us

বাংলাদেশ

কেন পিছিয়ে যাচ্ছে দেশের পাসপোর্টের মান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

কেন পিছিয়ে যাচ্ছে দেশের পাসপোর্টের মান

আবারো ধাক্কা খেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে সেই চিত্রই উঠে এসেছে। নতুন সূচকে বিশ্বের ১০১টি দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম।মানে, বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় আমরা আরো এক ধাপ নিচে নেমে গেছি। তালিকায় নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৮ম। 

এখন প্রশ্ন আসে বাংলাদেশ কতটা পিছিয়েছে?

বর্তমানে বাংলাদেশি নাগরিকরা মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। কিন্তু এই সংখ্যা কয়েক বছর আগেও বেশি ছিল। ২০২৪ সালের শুরুতে ছিল ৪২টি।এরপর ধাপে ধাপে কমে এখন নেমেছে ৩৭-এ।

তাহলে বিশ্বে কারা এগিয়ে?

তালিকার শীর্ষে আবারো সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন ১৯২টি দেশে। দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া। আর শীর্ষ দশে দাপট দেখাচ্ছে ইউরোপের দেশগুলো।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে?

এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। তাদের অবস্থান ৫২তম, ভিসামুক্ত দেশ ৯২টি। ভারত রয়েছে ৮০তম স্থানে, শ্রীলঙ্কা ৯৩তম, আর বাংলাদেশের ঠিক পরেই রয়েছে নেপাল, ৯৬তম। পাকিস্তান আরো নিচে, আর একেবারে তলানিতে আফগানিস্তান।

ভিসামুক্ত দেশ থাকলেই কি ভ্রমণ সহজ?

অনেক বাংলাদেশি পর্যটক বলছেন, না। ভিসামুক্ত দেশেও বিমানবন্দরে হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। কখনো কখনো প্রবেশের অনুমতিও মেলে না।

কেন দুর্বল হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট?

বিশেষজ্ঞরা বলছেন, পাসপোর্টের শক্তি শুধু ভ্রমণ সহজীকরণের বিষয় নয়। এটি নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা, আন্তর্জাতিক সম্পর্ক আর অভিবাসন ব্যবস্থাপনার ওপর। এই জায়গাগুলো দুর্বল হলে ভিসামুক্ত সুবিধাও ক্রমে কমতে থাকে।

এর প্রভাব পড়বে কার কার ওপর?

পাসপোর্ট ইনডেক্সে মান পড়ে গেলে সরাসরি প্রভাব পড়ে ব্যবসায়ীদের ওপর, শিক্ষার্থীদের ওপর, আর সবচেয়ে বেশি প্রবাসীদের চলাচলে। ভিসা জটিলতা বাড়ে; সময় ও খরচ দুটিই বেড়ে যায়।

এখান থেকে উত্তরণের পথ কী?

বিশ্লেষকদের মতে, কেবল ভিসা আলোচনায় নয়, বরং বাংলাদেশকে তার কূটনৈতিক অবস্থান শক্ত করতে হবে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আর আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনতে হবে। বিপরীতে,পাসপোর্টের এই দুর্বলতা আগামী দিনে আরো ভোগাবে।

বাংলাদেশের পাসপোর্ট শুধু একটি নথি নয়, এটি দেশের অবস্থান ও আস্থার প্রতিচ্ছবি। আর সেই জায়গাতেই এখন বড় প্রশ্নের সম্মুখীন বাংলাদেশ।

Logo