Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের পোস্টাল ব্যালট পেপার নিয়ে বিএনপির ক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১১

প্রবাসীদের পোস্টাল ব্যালট পেপার নিয়ে বিএনপির ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট পেপার নিয়ে অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, ব্যালট পেপারে প্রতীক রাখার ক্ষেত্রে কিছু রাজনৈতিক দলকে উদ্দেশ্যমূলকভাবে সুবিধা দেওয়া হয়েছে।  

১৩ জানুয়ারি বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, প্রতীক রাখার ক্ষেত্রে ধানের শীষ এমনভাবে রাখা হয়েছে, যাতে তা ভোটারদের চোখে সহজে না আসে। তিনি অভিযোগ করেন, প্রতীক সাজানোর এই পদ্ধতি নির্বাচনে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে।  

বিএনপির প্রতিনিধি দল বৈঠকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় যে, ব্যালট পেপারে প্রতীক সাজানোর মাধ্যমে কিছু দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তাদের মতে, এটি ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করবে এবং নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ণ করবে।  

নজরুল ইসলাম খান বলেন, “ব্যালট পেপারের ভাঁজে ধানের শীষ প্রতীক রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এতে আমাদের প্রতীক ভোটারদের চোখে পড়বে না। আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ।”  

বিএনপি দাবি করেছে, নির্বাচন কমিশনকে অবশ্যই প্রতীক রাখার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অন্যথায় প্রবাসী ভোটারসহ সাধারণ ভোটারদের আস্থা নষ্ট হবে।

Logo