শক্তিশালী পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় তলানির দিকে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১০
২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে পাঁচটি ইউরোপীয় দেশ; যথা- ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডসসহ ১০টি দেশ। পঞ্চম অবস্থানে আছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের পাসপোর্ট সূচকে অবস্থান ৯৫তম। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। গত বছরের শুরুতে এই সংখ্যা ছিল ৩৯, বছরের শেষ দিকে ৩৮ এবং ২০২৪ সালের শুরুতে ছিল ৪২। অর্থাৎ বাংলাদেশের ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ক্রমেই কমছে।
বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, যেসব দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে, সেসব দেশেও প্রবেশ করতে নানা ভোগান্তি পোহাতে হয়। অনেক ক্ষেত্রে প্রবেশের অনুমতিও পাওয়া যায় না।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির অবস্থান ৫২তম এবং নাগরিকরা ৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ভারতের অবস্থান ৮০তম, যেখানে ভারতীয় নাগরিকরা ৫৫টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। ভুটান রয়েছে ৮৫তম স্থানে (৫০টি দেশ), মিয়ানমার ৮৯তম স্থানে (৪৪টি দেশ), শ্রীলঙ্কা ৯৩তম স্থানে (৩৯টি দেশ)।
বাংলাদেশের ঠিক পরে রয়েছে নেপাল, ৯৬তম অবস্থানে। নেপালি নাগরিকরা ৩৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। পাকিস্তান রয়েছে ৯৮তম স্থানে, যেখানে নাগরিকরা মাত্র ৩১টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।
সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের, যার অবস্থান ১০১তম। দেশটির নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, পাসপোর্টের শক্তি মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতিফলন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ও ভারতের অবস্থান তুলনামূলকভাবে ভালো হলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান এখনো তলানির দিকে রয়েছে।
logo-1-1740906910.png)