Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং আরো বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে সহযোগিতা আরো বিস্তৃত করতে চায় বাংলাদেশ।  

১২ জানুয়ারি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা এবং জাপানে নার্স ও পরিচর্যাকারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।  

আকিয়ে আবে বৈঠকে বলেন, বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বিশেষভাবে বঙ্গোপসাগরে দূষণ রোধে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং জনগণকে সচেতন করতে বড় পরিসরে প্রচারণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।  

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে মার্চের তৃতীয় সপ্তাহে তিনি টোকিও সফরে যাবেন। সেখানে জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন। একই সঙ্গে চট্টগ্রামের মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে, যার আওতায় তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলা হবে।  

ড. ইউনূস বলেন, জাপানে কর্মসংস্থানের জন্য হাজার হাজার নার্স ও কেয়ারগিভারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও সম্প্রসারণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠাতে ইতোমধ্যে চুক্তি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংখ্যা আরো বাড়াতে জাপানি উদ্যোক্তাদের সহযোগিতা পাওয়া যাবে।  

বৈঠকে জাপানের শীর্ষ বায়োফুয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউগ্লেনার প্রতিষ্ঠাতা মিৎসুরু ইজুমো বাংলাদেশের সামাজিক ব্যবসা উদ্যোগে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।  

প্রধান উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। নির্বাচন শেষে তিনি রাজনীতিতে না থেকে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা তৈরি এবং ‘থ্রি জিরো’- শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ; এই ধারণা বাস্তবায়নে কাজ করবেন।  

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। 

Logo