বাংলাদেশের নিউজ আপডেট ১২ জানুয়ারি ২০২৬
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত এলাকায় আতঙ্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১৩
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে চার দিন ধরে আরাকান আর্মির অবস্থানে হামলা ও গোলাগুলি চলছে। এতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত দুই দিনে সীমান্তে এক শিশু গুলিবিদ্ধ এবং একজন গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে।
দেশে গ্যাস সংকটের মধ্যে এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানিতে ব্যাংক ঋণ পাওয়া যাবে। তবে সরবরাহ সংকটে সিলিন্ডারভেদে এলপিজির দাম ৩৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বেড়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।
জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণা নিরুৎসাহিত করেছে সরকার। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া স্কুল-কলেজের মাঠ বা হলরুম ভোটের ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। এ নির্দেশনা জারি করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা স্পষ্ট হবে।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন, মোস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি হতে পারে- এমন আশঙ্কা জানিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি এসেছে।
logo-1-1740906910.png)