সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও কাতারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।
কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন তারা।
প্রতিবেদনে আরো জানা যায়, বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, শ্রমবাজারে সহযোগিতা, বিনিয়োগের সুযোগ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে অংশীদারিত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশি শ্রমিকরা কাতারের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এ বিষয়টি বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
এছাড়া বৈঠকে ওআইসি’র কার্যক্রমে দুই দেশের ভূমিকা এবং মুসলিম বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। রোহিঙ্গা সংকটসহ মানবিক ইস্যুতেও কাতারের অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে।
কূটনৈতিক মহল মনে করছে, এই বৈঠক বাংলাদেশ-কাতার সম্পর্ককে নতুন মাত্রা দেবে। বিশেষ করে শ্রমবাজার ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়লে উভয় দেশই লাভবান হবে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মুসলিম বিশ্বের ঐক্য জোরদারেও এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)