বাংলাদেশের নিউজ আপডেট ১১ জানুয়ারি ২০২৬
ভোটের গোপনীয়তা রক্ষায় কড়া নির্দেশনা নির্বাচন কমিশনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ২২:৩৫
ভোটের গোপনীয়তা রক্ষায় পোস্টাল ব্যালট নিয়ে আবারো কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারণা চালানোকে দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছে ইসি। সে ক্ষেত্রে ভোটারের এনআইডি ব্লক করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে অন্তত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তিনি।
গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো জানিয়েছেন, দেশের সর্বোচ্চ আইনবিদরা লিখিতভাবে জানিয়েছেন, সরকার হ্যাঁর পক্ষে ভোট চাইতে পারে।
উত্তরের জেলাগুলোতে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলাগুলো। গত ছয় দিনে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ থেকে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই এক মাসও। এই সময়ে এসে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছে বাংলাদেশ, তাতে তৈরি হয়েছে জটিলতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।
logo-1-1740906910.png)