Logo
×

Follow Us

বাংলাদেশ

কোন দেশগুলো থেকে নিবন্ধন করেননি কোনো প্রবাসী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৯

কোন দেশগুলো থেকে নিবন্ধন করেননি কোনো প্রবাসী?

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া পোস্টাল ভোটিংয়ে ব্যাপক সাড়া পাওয়া গেলেও কিছু দেশ থেকে কোনো প্রবাসী ভোটার নিবন্ধন করেননি। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালের তথ্য অনুযায়ী, এসব দেশ থেকে শূন্য নিবন্ধন প্রমাণ করে যে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি সেখানে অত্যন্ত সীমিত অথবা সচেতনতার অভাব রয়েছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম চালু করা হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো থেকে বিপুল সংখ্যক নিবন্ধন পাওয়া গেলেও আফ্রিকা, লাতিন আমেরিকা এবং কিছু এশীয় দেশ থেকে কোনো প্রবাসী ভোটার নিবন্ধন করেননি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বসনিয়া ও হার্জেগোভিনা, বলিভিয়া, বাহামাস, কঙ্গো, কোস্টারিকা, কিউবা, ডমিনিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গুয়াতেমালা, হন্ডুরাস, হাইতি, উত্তর কোরিয়া, লাওস, মোনাকো, মন্টিনিগ্রো, মালি, ম্যাকাও, মৌরিতানিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে, সেনেগাল, সিরিয়া, চাদ, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তিউনিসিয়া, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা এবং কসোভো থেকে কোনো প্রবাসী ভোটার নিবন্ধন করেননি।

বিশ্লেষকরা মনে করছেন, এসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় নিবন্ধন হয়নি। আবার কিছু দেশে প্রবাসীরা থাকলেও তারা হয়তো নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলেন না অথবা প্রযুক্তিগত কারণে অংশ নিতে পারেননি। নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হওয়ায় যেসব দেশে প্রবাসীদের সংখ্যা সীমিত, সেখানে প্রচারণা ও সচেতনতা কার্যক্রম যথেষ্ট হয়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোটপত্র পাঠানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা ফেরত পাঠাতে হবে। এভাবে প্রবাসীরা দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে যেসব দেশ থেকে কোনো নিবন্ধন হয়নি, সেখানে ভবিষ্যতে প্রচারণা জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Logo