বাংলাদেশের নিউজ আপডেট ১০ জানুয়ারি ২০২৬
খুচরা বাজারে চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ২০:৩৩
বিশ্ববাজারে চালের দাম প্রায় ৪০ শতাংশ কম থাকলেও দেশের বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। ঢাকার খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে তিন থেকে চার টাকা।
২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে এবার নির্বাচনে লড়বেন।এদিকে, শনিবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ওয়াশিংটনে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ১২ জানুয়ারি তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্টের নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই মধ্যে ১ লাখ ৩০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকিদের খুব দ্রুতই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কিনা, তা একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত বলে মনে করছে ভারত। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি একান্তই বাংলাদেশের ব্যাপার বলে মনে করছে ভারত সরকার।
logo-1-1740906910.png)