Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতীয়দের জন্য পুরোপুরি বন্ধ হয়নি বাংলাদেশি ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:২৮

ভারতীয়দের জন্য পুরোপুরি বন্ধ হয়নি বাংলাদেশি ভিসা

ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশ পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ- এমন খবর প্রকাশিত হলেও বাস্তবে কলকাতার বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে ভিসা কার্যক্রম সচল রয়েছে। ৯ জানুয়ারিও সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রে নতুন পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে। সকালে কয়েকজন ভারতীয় নাগরিক জানিয়েছেন, তারা নতুন ভিসার আবেদন করেছেন এবং তা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও নিশ্চিত করেছেন, পর্যটনসহ অন্যান্য সব ভিসা পরিষেবা চালু রয়েছে। এর আগে ৮ জানুয়ারি কলকাতা ও ঢাকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতীয়দের জন্য পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে ব্যবসা, সাংবাদিক, কূটনৈতিক, চিকিৎসা, ট্যুরিস্ট ও ফ্যামিলি ভিসা এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছিল।  

এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পর্যটন ভিসা বন্ধ রাখার কোনো নির্দেশিকা তাদের কাছে আসেনি। ফলে আগের মতোই পর্যটন ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম চলছে। তিনি আরো বলেন, কলকাতার কিছু পত্রিকা মিশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই সংবাদ প্রকাশ করেছে।

তবে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বলে জানা গেছে।

Logo